Electricity ( ইলেকট্রিসিটি বা বিদ্যুৎ )

The energy that is generated by the transfer of electrons in a conductor or from one place to another is called electricity. (পরিবাহীর মধ্যে ইলেক্ট্রন স্থান্তর বা এক স্থান হতে অন্য স্থানের প্রভাবে যে শক্তি উৎপন্ন বা সৃষ্টি হয় তাহাকে ইলেক্ট্রিসিটি বা বিদ্যুৎ বলা হয় । )

There are two types of electricity, ( ইলেক্ট্রিসিটি বা বিদ্যুৎ দুই প্রকার যথা )

1 . static electricity ( স্থির বিদ্যুৎ ) 2. circulating electricity ( চল বিদ্যুৎ

The circulating electricity is divided into two parts. ( সঞ্চালন বিদ্যুত দুটি ভাগে বিভক্ত )

1 . Alternating current or AC Current ( অল্টারনেটিং কারেন্ট বা এসি কারেন্ট ) 2. Direct current or DC Current ( ডাইরেক্ট কারেন্ট বা ডিসি কারেন্ট )

1. Alternating Current – The current that is able to change the value at any moment by changing direction as it flows is called alternating current or (A.C Current). This current flows in the form of waves. ( যে কারেন্ট প্রবাহিত হওয়ার সময় দিক পরিবর্তনের সাথে প্রতি মুহূর্তে মান পরিবর্তন করতে সক্ষম হয় , তাহাকে অল্টারনেটিং কারেন্ট বা ( A.C Current ) বলে । এই কারেন্ট ঢেউ আকারে প্রবাহিত হয় । )

2 Direct Current – A current that does not change direction and value, and always flows in the same direction as a straight line. And because its positive and negative polarity remains the same at every moment, it is called direct current. For example – battery. ) যে কারেন্টের দিক ও মান পরিবর্তন করে না , একই দিকে সর্বদা সরল রেখার মত প্রবাহিত হয় । এবং  ইহার পজেটিভ ও নেগেটিভ পোলারিটি প্রতি মুহূর্তে একই থাকে বলে ইহাকে ডাইরেক্ট কারেন্ট বলে । যেমন – ব্যাটারী । )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *