Ampere Meter এ্যাম্পিয়ার মিটার

Ampere meter

All the measuring devices with which the current of conductive load is measured are called ammeters. The coils of these meters are thick and have a few number of patches which result in very low total resistance. The value of this meter is directly expressed in ampere unit. Hence it is called ampere meter.

এ্যাম্পিয়ার মিটার

যে সকল পরিমাপক যন্ত্র দিয়ে পরিবাহী লোডের কারেন্ট পরিমাপ করা হয়ে থাকে সেই সকল যন্ত্রকে এ্যামিটার বলে । এই মিটারের কয়েল মোটা ও কয়েক সংখ্যাক প্যাঁচ থাকে যা খুব কম মানের রেজিস্ট্যান্স সম্পূর্ণ হয়ে  থাকে । এই মিটারের মান সরাসরি এ্যম্পিয়ার এককে প্রকাশ করা হয়ে থাকে । তাই একে এ্যাম্পিয়ার মিটারো  বলা হয় ।

This meter is connected in series with the load to measure the load of various parts of the electrical circuit. These ammeters are used to measure the load of the circuit properly. These ammeters are available in two types of meters for measuring AC and DC current. 1) AC Ammeter 2) DC Ammeter

বিভিন্ন অংশের বৈদ্যুতিক সার্কিটের লোড পরিমাপ করার জন্য এই মিটারকে লোডের সাথে সিরিজ কানেকশন করা হয় । যা সার্কটের সঠিক ভাবে লোড পরিমাপ করার জন্য  এই এ্যামিটার গুলো ব্যবহার হয়ে থাকে । এই এ্যামিটার এসি ও ডিসি কারেন্ট পরিমাপ করার জন্য দুই ধরনের মিটার পাওয়া যায় । ১) এসি এ্যামিটার ২) ডিসি এ্যামিটার

ampere meter
                                    Ampere meter

 

Method of connecting the ammeter:

Before connecting the ammeter, check whether the ammeter is AC or DC ammeter and check the supply voltage to connect the ammeter. If the supply voltage is DC then DC ammeter. Again if it is AC supply voltage then connection should be made in series with AC ammeter. And it should be noted that the value or range of the ammeter is greater than the value of the load current. Ammeter connection is shown below.

এ্যামিটার সংযোগ করার পদ্ধতিঃ

এ্যামিটার সংযোগ করার আগেই দেখতে হবে যে এ্যামিটার এসি না ডিসি এ্যামিটার এবং সাপ্লাই ভোল্টেজ চেক করে এ্যামিটার সংযোগ করতে হবে । যদি সাপ্লাই ভোল্টেজ ডিসি হয় তাহলে ডিসি এ্যামিটার । আবার যদি এসি সাপ্লাই ভোল্টেজ হয় তাহলে এসি এ্যামিটার সাথে কানেকশন সিরিজ করতে হবে । এবং লক্ষ রাখতে হবে যে লোডের কারেন্টের পরিমানের থেকে এ্যামিটারের মান বা রেঞ্জ বেশি মানের হয় । নিচে এ্যামিটার কানেকশন দেখানো হল ।

Amp meter series
Amp meter series connection

       *** প্রশ্ন সমূহ

  1. এম্পিয়ার মিটার কি ।
  2. এম্পিয়ার মিটারের কানেশন চিত্র ।
  3. এম্পিয়ার মিটারেরে সংযোগ পদ্ধতি ।
  4. এম্পিয়ার মিটারের কয়েল কয়টি থাকে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *