Cell or Battery ( সেল বা ব্যাটারী )
Cell or Battery - The energy produced by the chemical reaction between the electrodes and the electrolyte of two materials is called a cell or battery.( সেল বা ব্যাটারী - দুটি বস্তুর ইলেকট্রোড এবং ইলেকট্রোলাইট এর মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটার ফলে যে শক্তি সৃষ্টি হয় তাকে সেল বা ব্যাটারী বলে। )
Classification of cell or battery – a) Primary cell b) Secondary cell. সেল বা ব্যাটারীর শ্রেণী বিভাগ – ক) প্রাইমারী সেল খ) সেকেন্ডারী সেল ।
Primary Cell – A cell which cannot be used again after being used once is called primary cell. Once the charge of this cell is finished, it is not charged again. Primary cells are again of different types like dry cell, Lechlens cell, Daniel cell, Markari cell, Weston Cadium standard cell.ক) প্রাইমারী সেল – যে সেল এক বার ব্যব্হার করার পর আর ব্যবহার করা যায় না তাকে প্রাইমারী সেল বলে । এই সেলের চার্জ এক বার শেষ হলে আর চার্জ হয় না । প্রাইমারী সেল আবার বিভিন্ন প্রকার হয়ে থাকে যেমন ড্রাই সেল , লেকলেন্স সেল , ডানিয়েল সেল , মারকারী সেল , ওয়েস্টন কাডিয়াম স্ট্যান্ডার্ড সেল
Secondary cell – Cell that can be used more than once is called secondary cell. When the charge of this cell is over, it can be used by charging it again. Secondary cells are again of two types – 1) Lead acid cell 2) Nickel alkali cell সেকেন্ডারী সেল – সে সেল একাধিক বার ব্যবহার করা যায় তাকে সেকেন্ডারী সেল বলে । এই সেলের চার্জ শেষ হলে পূনরায় চার্জ দিয়ে বব্যহার করা যায় । সেকেন্ডারী সেল আবার দুই প্রকার – ১) লেড লেড এসিড সেল ২) নিকেল এ্যালকালি সেল