Diode ( ডায়োড )

Diode:

The device which is used for current flow in one direction is called diode. Current does not flow in the reverse direction of this diode. Diode is usually divided into two.

1) Vacuum Diode

2) Semiconductor Diode

ডায়োডঃ

এক দিকে কারেন্ট প্রবাহের জন্য যে ডিভাইস ব্যবহার করা হয় তাকে ডায়োড বলে । এই ডায়োডের বিপরীত দিকে কারেন্ট প্রবাহ হয় না । সাধারণত ডায়োড  দুই ভাগ করা হয়ে  থাকে ।

১) ভ্যাকুয়াম ডায়োড  ২) সেমিকন্ডাক্টর ডায়োড

Vacuum Diode:

An airless glass valve containing an element with a cathode and anode which converts the AC voltage of the electron flow into a pulsating DC voltage by rectification when the filament is heated by an AC voltage supply.

ভ্যাকুয়াম ডায়োড  ঃ

বায়ুশূন্য কাচের ভাল্বের ভিতর একটি ক্যাথড এবং এনোড যুক্ত এলিমেন্ট থাকে যা এসি ভোল্টেজ সাপ্লাইয়ে ফিলার্মেন্ট উত্তপ্ত হলে ইলেকট্রন প্রবাহের এসি ভোল্টেকে রেকটিফিকেশন করে পালসেটিং ডিসি ভোল্টেজে পরিণত করে ।

Semiconductor Diode:

This diode is made of material between conductor and non-conductor, i.e. not a very good conductor, but not a very good conductor, which is used as a semiconductor diode.

সেমিকন্ডাক্টর ডায়োডঃ

পরিবাহী এবং অপরিবাহী মাঝের পদার্থ দিয়ে অর্থাৎ খুব ভাল পরিবাহী নয় , আবার খুব ভাল অপরিবাহী নয় এমন পদার্থ দিয়ে এই ডায়োড তৈরী করা হয়ে থাকে যা সেমিকন্ডাক্টর    ডায়োড হিসেবে ব্যবহার করা হয় ।

Again, the semiconductor diode can be divided into three parts.

1) Copper oxide diode 2) Selenium diode 3) PN junction diode

PN junction diode is again divided into two according to different functions.

1) Normal diode 2) Zener diode

আবার সেমি কন্ডাক্টর ডায়োডকে তিন ভাগে ভাগ করলে পাওয়া যাবে ।

১) কপার অক্সাইড ডায়োড  ২) সেলেনিয়াম ডায়োড  ৩) পি এন জাংশন ডায়োড

বিভিন্ন কার্যক্রম অনুযায়ী পি এন জাংশন ডায়োড কে আবার দুই ভাগ করা হয়ে থাকে

১) সাধারন ডায়োড ২) জিনার ডায়োড

 

Diode rectification Diode

  1. সেমি কন্ডাক্টর ডায়োডকে কয় ভাগে ভা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *