Energy Meter (এনার্জি মিটার )
Energy Meter
Energy Meter: An instrument used to measure the electrical energy of a circuit is called an energy meter or kilowatt hour meter.
এনার্জি মিটার
যে ইনস্ট্রুমেন্টের সাহায্যে কোন সার্কিটের বৈদ্যুতিক শক্তি পরিমাপ করা হয় , সে ইনস্ট্রুমেন্টকে এনার্জি মিটার বা কিলোওয়াট আওয়ার মিটার বলে।
Type of energy meter
- Electrolytic meter
- Motor meter
- Clock meter
এনার্জি মিটারের শ্রেণীবিভাগ
- ইলেকট্রোলাইটিক মিটার
- মোটর মিটার
- ক্লক মিটার
There are three types of motor meters
- Mercury motor meter
- Commuter motor meter
- Induction type motor meter
মোটর মিটার আবার তিন ধরণের হয়ে থাকে
- মার্কারী মোটর মিটার
- কম্যুটেটর মোটর মিটার
- ইন্ডাকশন টাইপ মোটর মিটার
Energy meters have a disc rotation system. Keeps an ideal record of the amount of electrical energy consumed by rotating the disk. There are two types of power meters, a one-kilowatt-hour meter, and the other ampere-hour meter. Induction-type kilowatt-hour meter is also called a house service meter. Like a water meter, this type of power meter has two coils – a current coil and a pressure coil. The current coil (CC) is connected in series with the circuit and the pressure coil (PC) is connected in parallel.
এমিটারে একটি চাকতি বা ডিস্ক ঘুরার ব্যবস্থা আছে । ঐ চাকতি ঘুরার ফলে কত বৈদ্যুতিক শক্তি খরচ হয় তাহা একটি নির্দিষ্ট সময়ে মান রেকর্ডিং করে রাখে । এনার্জি মিটার দু ধরনের হয় একটি কিলোওয়াট – আওয়ার মিটার এবং অন্যটি অ্যাম্পিয়ার – আওয়ার মিটার । ইন্ডাকশন – টাইপ কিলোওয়াট – আওয়ার মিটারকে হাউজ সার্ভিস মিটার ও বলে। ওয়াট মিটারের মত এই ধরনের এনার্জিমিটারকে দুইটি কয়েল থাকে – একটি কারেন্ট কয়েল এবং অন্যটি প্রেসার কয়েল । কারেন্ট কয়েলটি ( সি সি ) সার্কিটের সাথে সিরিজে এবং প্রেসার কয়েলটি ( পি সি ) প্যারালালে সংযোগ করা হয় । )
এনার্জি মিটারে কয়টি কয়েল থাকে
দুইটি কয়েল থাকে একটি কারেন্ট কয়েল এবং অন্যটি প্রেসার কয়েল । কারেন্ট কয়েলটি ( সি সি ) সার্কিটের সাথে সিরিজে এবং প্রেসার কয়েলটি ( পি সি ) প্যারালালে সংযোগ করা হয় । )
Errors in energy meters ( এনার্জি মিটারের ত্রুটিসমূহ )
Energy meter faults are usually caused by two reasons 1) Friction error 2) Breaking error ( ( সাধারণত দুটি কারণে এনার্জি মিটারের ত্রুটি হয় ১ ) ঘর্ষন জনিত ত্রুটি ( friction error) ২) মনহন জনিত ত্রুটি ( Breaking error ) )
There are two types of friction error or friction error. For example – 1) Mercury friction 2) Bearing friction ( ( ঘর্ষন জনিত ত্রুটি বা ফ্রিকশন ত্রুটি আবার দুই প্রকার । যেমন – ১ ) মার্কারী ফ্রিকশন ( Mercury friction ) ২ ) বিয়্যারিং ফ্রিকশন ( Bearing friction ) )
(A) Frictional error: This defect is caused by friction between the spindle and the bearing of moving parts. Damage: This results in loss of armature speed. ( ( ক ) ঘর্ষন জনিত ত্রুটি ঃ চলনশীল অংশ সমূহ এর স্পিন্ডল এবং বিয়্যারিং ঘর্ষনের ফলে এ ত্রুটি সৃষ্টি হয় । ক্ষতি ঃ ইহার ফলে আর্মেচারের গতি ক্ষতিগ্রস্থ হয় । )
Remedy: An excess and a small amount of driving torque are given. This torque depends on the load of the motor. ( প্রতিকার ঃ একটি অতিরিক্ত এবং ক্ষুদ্রমানের চালিকা টর্ক দেয়া হয় । এই টর্ক মোটরের লোডের উপর নির্ভর করে । )
B) Cause It is caused by an induced eddy current in a metal plate moving in the field of a permanent magnet. ( খ ) কারণ ঃ স্থায়ী চুম্বকের ক্ষেত্রের মধ্যে চলমান একটি ধাতব থালার মধ্যে আবেশিত এডি কারেন্ট দ্বারা ইহার সৃষ্টি হয় । )
Fault: As the temperature rises, the magnet loses its strength. ( দোষ ঃ বৃদ্ধি তাপমাত্রার ফলে ম্যাগনেটের শক্তি হারাতে থাকে । )