Energy Meter (এনার্জি মিটার )

Energy Meter

Energy Meter: An instrument used to measure the electrical energy of a circuit is called an energy meter or kilowatt hour meter.

এনার্জি মিটার

যে ইনস্ট্রুমেন্টের সাহায্যে কোন সার্কিটের বৈদ্যুতিক শক্তি পরিমাপ করা হয় , সে ইনস্ট্রুমেন্টকে এনার্জি মিটার বা কিলোওয়াট আওয়ার মিটার বলে।

 

Type of energy meter

  1. Electrolytic meter
  2. Motor meter 
  3. Clock meter 

এনার্জি মিটারের শ্রেণীবিভাগ 

  1. ইলেকট্রোলাইটিক মিটার 
  2. মোটর মিটার
  3.  ক্লক মিটার 

There are three types of motor meters 

  1. Mercury motor meter 
  2. Commuter motor meter 
  3. Induction type motor meter 

মোটর মিটার আবার তিন ধরণের হয়ে থাকে 

  1. মার্কারী মোটর মিটার
  2. কম্যুটেটর মোটর মিটার
  3. ইন্ডাকশন টাইপ মোটর মিটার 

Energy meters have a disc rotation system. Keeps an ideal record of the amount of electrical energy consumed by rotating the disk. There are two types of power meters, a one-kilowatt-hour meter, and the other ampere-hour meter. Induction-type kilowatt-hour meter is also called a house service meter. Like a water meter, this type of power meter has two coils – a current coil and a pressure coil. The current coil (CC) is connected in series with the circuit and the pressure coil (PC) is connected in parallel.

এমিটারে একটি চাকতি বা ডিস্ক ঘুরার ব্যবস্থা আছে । ঐ চাকতি ঘুরার ফলে কত বৈদ্যুতিক শক্তি খরচ হয় তাহা  একটি নির্দিষ্ট সময়ে মান রেকর্ডিং করে রাখে । এনার্জি মিটার দু ধরনের হয় একটি কিলোওয়াট – আওয়ার মিটার এবং অন্যটি অ্যাম্পিয়ার – আওয়ার মিটার । ইন্ডাকশন – টাইপ কিলোওয়াট – আওয়ার মিটারকে হাউজ সার্ভিস মিটার ও বলে। ওয়াট মিটারের মত এই ধরনের এনার্জিমিটারকে দুইটি কয়েল থাকে – একটি কারেন্ট কয়েল এবং অন্যটি প্রেসার কয়েল । কারেন্ট কয়েলটি ( সি সি ) সার্কিটের সাথে সিরিজে এবং প্রেসার কয়েলটি ( পি সি ) প্যারালালে সংযোগ করা হয় । )

এনার্জি মিটারে কয়টি কয়েল থাকে

দুইটি কয়েল থাকে একটি কারেন্ট কয়েল এবং অন্যটি প্রেসার কয়েল । কারেন্ট কয়েলটি ( সি সি ) সার্কিটের সাথে সিরিজে এবং প্রেসার কয়েলটি ( পি সি ) প্যারালালে সংযোগ করা হয় । )

Errors in energy meters ( এনার্জি মিটারের ত্রুটিসমূহ )

Energy meter faults are usually caused by two reasons 1) Friction error 2) Breaking error ( ( সাধারণত দুটি কারণে এনার্জি মিটারের ত্রুটি হয় ১ ) ঘর্ষন জনিত ত্রুটি ( friction error) ২) মনহন জনিত ত্রুটি ( Breaking error ) )

There are two types of friction error or friction error. For example – 1) Mercury friction 2) Bearing friction ( ( ঘর্ষন জনিত ত্রুটি বা ফ্রিকশন ত্রুটি আবার দুই প্রকার । যেমন – ১ ) মার্কারী ফ্রিকশন ( Mercury friction ) ২ ) বিয়্যারিং ফ্রিকশন ( Bearing friction ) )

(A) Frictional error: This defect is caused by friction between the spindle and the bearing of moving parts. Damage: This results in loss of armature speed. ( ( ক ) ঘর্ষন জনিত ত্রুটি ঃ চলনশীল অংশ সমূহ এর স্পিন্ডল এবং বিয়্যারিং ঘর্ষনের ফলে এ ত্রুটি সৃষ্টি হয় । ক্ষতি ঃ ইহার ফলে আর্মেচারের গতি ক্ষতিগ্রস্থ হয় । )

Remedy: An excess and a small amount of driving torque are given. This torque depends on the load of the motor. ( প্রতিকার ঃ একটি অতিরিক্ত এবং ক্ষুদ্রমানের চালিকা টর্ক দেয়া হয় । এই টর্ক মোটরের লোডের উপর নির্ভর করে ।  )

B) Cause It is caused by an induced eddy current in a metal plate moving in the field of a permanent magnet. ( খ ) কারণ ঃ স্থায়ী চুম্বকের ক্ষেত্রের মধ্যে চলমান একটি ধাতব থালার মধ্যে আবেশিত এডি কারেন্ট দ্বারা ইহার সৃষ্টি হয় । )

Fault: As the temperature rises, the magnet loses its strength. ( দোষ ঃ বৃদ্ধি তাপমাত্রার ফলে ম্যাগনেটের শক্তি হারাতে থাকে । )

এনার্জি মিটার চিত্র

energy meter diagram
এনার্জি মিটার চিত্র

***প্রশ্ন সমূহ

  1.  এনার্জি মিটার কাকে বলে ।

  2. এনার্জি মিটার কয় ভাগে ভাগ করা হয়ে থাকে । 

  3. এনার্জি মিটার কত প্রকার ও কি কি ।

  4. এনার্জি মিটারের কার্য প্রনালী ।

  5. এনার্জি মিটারের কানেকশন চিত্র ।

  6. এনার্জি মিটারে কয়টি কয়েল থাকে ।

  7. থ্রিফেজ এনার্জি মিটেরের কানেকশন । 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *