Kirchhoff’s_KCL_KVL-laws-( কারশফের -সূত্র )

Kirchhoff formula: In all circuits where series voltage and resistance cannot be determined by applying the Ohus formula in series, parallel, or series-parallel mixed circuits, current voltage and resistance of the circuit are found by applying Kirchhoff’s formula in all complex circuits. The current-voltage resistance of multiple sources or complex circuits can be easily determined using Kirchhoff’s formula. Kirchhoff’s formula is divided according to two points. ( যে সকল সার্কিটে  সিরিজ, প্যারালাল , বা সিরিজ প্যারালাল মিশ্র সার্কিটে ওহস সুত্র প্রয়োগ করে কারেন্ট ভোল্টেজ , রেজিস্ট্যান্স নির্নয় করা যায় না সে সকল জটিল সার্কিটে কারশফের সুত্র প্রয়োগ করে সার্কিটের কারেন্ট ভোল্টেজ আর রেজিস্ট্যান্স বের করা হয় । কারশফ সুত্রের সাহায্যে অতি সহজে  একাধিক উৎসের বা জটিল সার্কিটের কারেন্ট ভোল্টেজ রেজিস্ট্যান্স নির্ণয় করা যায় ।  কারশফ সুত্রের দুইটি পয়েন্ট অনুসারে ভাগ করা হয় । )

  1. Current point KCL ( কারেন্ট পয়েন্ট )
  2. Voltage point KVL ( ভোল্টেজ পয়েন্ট )

Current point KCL: The sum of the incoming current at the junction of an electrical circuit and the sum of the current emitted from the junction are equal. ( কোন ইলেক্টিক্যাল সার্কিটের সংযোগ স্থলের আগত কারেন্টের যোগফল এবং সংযোগ স্থল হইতে নির্গত কারেন্টের যোগফল সমান হয়ে থাকে । )

The figure shows that I1, I2, I3, and I4 of a network which is the point of connection O. If current O arrives at the point of connection with I1 in the network. In the same way, the value of current emitted by I2, I3, and I4 will be equal to the point of connection O. I1 + (- I2) + (- I3) + (- I4) = 0 or I1 = I2 + I3 + I4 ( চিত্রে দেখা যাচ্ছে যে একটি নেটয়ার্কের I1, I2, I3, I4 যা সংযোগ স্থল O । যদি নেটয়ার্কের মধ্যে I1 দিয়ে কারেন্ট O সংযোগ স্থলে আগত হয়। ঠিক তদ্রুব ভাবে সংযোগ স্থল O হয়ে I2, I3, I4 দিয়ে কারেন্ট নির্গত মান সমান হবে । I1+(-I2 )+( – I3 )+( – I4 )= 0 বা I1 = I2 + I3 + I4 )

Kirchhoff’s_KCL_KVL formula( কারশফের -সূত্র )

Voltage point KVL: If the drop voltage of the closed circuit of the network is equal to the arithmetic addition results in supply voltage. The sum of the seeds of the current and resistance product of the circuit will be zero. ( যদি নেটয়ার্কের বন্ধ সার্কিটের ড্রপ ভোল্টেজ বীজ গাণিতিক যোগ ফল সাপ্লাই ভোল্টেজের সমান হয় । সার্কিটের কারেন্ট এবং রেজিস্ট্যান্স গুনফলের বীজ গাণিতিক যোগ ফলের সমষ্টি শূন্য হবে । )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *