Ohm’s Law Bangla (ওহম’স সূত্র বাংলা )
Ohm’s law
George Simon Ohm, a professor of physics, discovered the mathematical relationship between voltage current and resistance in 1826. Ohm’s formula is named after him Ohm’s Law.
ওহম’স সূত্র নাম করণ
পদার্থ বিজ্ঞানী অধ্যাপক জর্জ সাইমন ওহম ১৮ ২৭ খৃষ্টাব্দে ভোল্টেজ কারেন্ট ও রেজিস্ট্যান্স এর মধ্যে গাণিতিক সম্পর্ক খুজে পায় । তার নাম অনুসারে ওহম’স সূত্র নাম করণ করা হয় ।
Ohm’s Law Bangla
If current flows at a certain temperature in a circuit. The two ends of that circuit are proportional to the voltage difference and inversely proportional to the resistance. The results of voltage, current, and resistance supply circuits are found in the mathematical rules of electrical circuits through Ohm’s law.
ওহম’স সূত্র বাংলা
যদি কোন সার্কিটে মধ্যে নির্দিষ্ট তাপমাত্রা দিয়ে কারেন্ট প্রবাহিত হয় । সেই সার্কিটের দুই প্রান্তে বিভব পার্থক্যের সমানুপাতিক এবং রেজিস্ট্যান্স এর উল্টানুপাতিক । ওহমের সূত্রের মাধ্যমে বৈদ্যুতিক সার্কিটের গাণিতিক নিয়মে ভোল্টেজ, কারেন্ট , ও রেজিস্ট্যান্স সরবরাহ সার্কিটের ফলাফল পাওয়া যায় ।
Mathematical rules ( গাণিতিক নিয়ম )
*** প্রশ্ন সমূহ
- ওহম”স লো কাকে বলে ।
- ওহম’স লো বাংলা ।
- ওহম’স লো গাণিতিক সূত্র ।
-
ওহম’স সূত্রের নাম করণ ।