Electrical Circuit ( ইলেক্ট্রিক্যাল সার্কিট )

The electrical circuit is the path through which electricity can be transmitted and the work can be done through the load and the electricity can be returned in another way. ( যে পথ দিয়ে বিদ্যুৎ চলাচল করিতে পারে এবং লোডের মধ্যে দিয়ে কার্য সম্পন্ন করে অন্য আরেকটি পথ দিয়ে বিদ্যুৎ ফিরে আস্তে পারে তাকে ইকেল্ট্রিক্যাল সার্কিট বলে । )

Circuits are divided into three parts depending on the position of the circuit ( সার্কিটের অবস্থানভেদে সার্কিটকে তিন ভাগে ভাগ করা হয়ে থাকে)

  1. Open circuit ( ওপেন সার্কিট )
  2. Close circuit ( ক্লোজ সার্কিট )
  3. Short circuit ( শর্ট সার্কিট )

In a standard circuit that makes up all the parts ( একটি আদর্শ সার্কিটে যে সকল অংশ দিয়ে  তৈ্রী করে থাকি  )

  1. Electrical source ( বৈ্দ্যুতিক উৎস )
  2. Control ( নিয়ন্ত্রণ ডিভাইস )
  3. Prot active device ( প্রোটেকশন ডিভাইস)
  4. Its conductive wire ( পরিবাহী তার)
  5. Load ( লোড )
  1. Open circuit: If any part of the electrical circuit is left open then it is called an open circuit. ( ওপেন সার্কিট ঃ বৈ্দ্যুতিক সার্কিটের কোন অংশ বিচ্ছিন্ন বাঁ খোলা থাকিলে সেই সার্কিট দিয়ে বিদ্যুৎ চলাচল করিতে না পারলে তখন তাকে ওপেন সার্কিট বলা হয় । )

2) Close circuit: If there is an uninterrupted flow of electricity through an electrical circuit then it is called a closed circuit. ( ক্লোজ সার্কিট ঃ যদি কোন বৈ্দ্যুতিক সার্কিট দিয়ে নিরিবিচ্ছিন্ন ভাবে বিদ্যুৎ প্রবাহ থাকে তখন তাকে ক্লোজ সার্কিট বলে ।)

Closed Circuit

3) Short circuit: If the circuit combines phase to phase, phase to neutral left phase to earth, then it is called short circuit. ( শর্ট সার্কিট ঃ যদি সার্কিটে ফেজ টু ফেজ, ফেজ টু নিউট্রাল বাঁ ফেজ টু আর্থ একত্রিত হয়ে যায় তখন তাকে শর্ট সার্কিট বলে ।  )

Short

According to the structure of the circuit, the circuit is further divided into three parts such as -( সার্কিটের গঠন অনুযায়ী আবার সার্কিট কে তিন ভাগে ভাগ করা হয় যেমন –)
1) Series circuit ( সিরিজ সার্কিট )
2) Parallel circuit ( প্যারালাল সার্কিট )
3) Series – parallel circuit ( সিরিজ – প্যারালাল সার্কিট )

1) Series circuit ( সিরিজ সার্কিট )

Electrical Circuit

If the loads or resistors of the circuit are connected one after the other. And there is only one way to flow electricity. ( সার্কিটের লোড বা রেজিস্ট্যান্সগুলি যদি একের পর এক ক্রমান্বয়য়ে সংযোগ করা হয় । এবং বিদ্যুৎ প্রবাহের একটি মাত্র পথ থাকে । )

For example – R1 connects the b1 end with the a1 end of the resistance R2 connects the end with the a1 end and R2 connects the b3 end with the R3 a1 end and the power returns through the R3 b2 end. All these connection circuits are called series circuits.
As shown in the image below (will be the image) ( যেমন – R1 রেজিস্ট্যান্সের a1 প্রান্ত দিয়ে b1 প্রান্তের সাথে R2 a1 প্রান্তের সাথে সংযোগ করে  এবং R2 b1 প্রান্তের সাথে R3 a1 প্রান্তের সাথে সংযোগ করে R3 b2 প্রান্ত দিয়ে বিদ্যুৎ ফিরে আসে । এই সকল সংযোগ সার্কিট কে সিরিজ সার্কিট বলে ।

নিচে চিত্রে দেখানো হল ( চিত্র হবে )

)

When electricity is applied between R1 R2 R3 resistance according to the connection shown in Fig. Current (I) will flow through the R1 a1 end and R3 b2 end. ( চিত্রের দেখানো সংযোগ অনুযায়ী R1 R2 R3 রেজিস্ট্যান্সের মধ্যে বিদ্যুৎ প্রয়োগ করিলে  R1 a1 প্রান্ত এবং R3 b2 প্রান্ত দিয়ে কারেন্ট ( I ) প্রাবাহিত হবে । )

R1 a1b2 Horizontal voltage drop V1 = IR1 ( R1 a1b2 প্রান্তে আড়াআড়ি ভোল্টেজ ড্রপ V1 = IR1 )
R2 a1b2 Horizontal voltage drop V2 = IR2 ( R2 a1b2 প্রান্তে আড়াআড়ি ভোল্টেজ ড্রপ V2 = IR2 )
R3 a1b2 End horizontal voltage drop V3 = IR3 ( R3 a1b2 প্রান্তে আড়াআড়ি ভোল্টেজ ড্রপ V3 = IR3 )
And the total resistance of the operating circuit is Rt = R1 + R2 + R3 ……………………………… ..Rn ( এবং কার্যকারী সার্কিটের মোট রেজিস্ট্যান্স  Rt = R1 + R2 + R3 ………………………………..Rn )

Using series circuits ( সিরিজ সার্কিট ব্যবহার )

1 Used for various lighting works.
Circuits are used in ( বিভিন্ন আলোক সজ্জার কাজের জন্য ব্যবহার করা হয় । )

2 flashlights and car batteries.
Series connection is used in ( টর্চলাইট ও গাড়ির ব্যাটারীতে সার্কিট ব্যবহার করা হইয়া থাকে । )

3 motor coils. ( মোটরের কয়েলে সিরিজ কানেকশন ব্যবহার করা হয় । )
4 series connection with multiplier and volt meter is used. ( মাল্টিপ্লায়ার ও ভোল্ট মিটারে সহিত সিরিজ কানেকশন ব্যবহার করা হয় । )

Parallel circuit ( প্যারালাল সার্কিট )

The loads or resistances of the circuit must be connected in such a way that the horizontal voltage of each circuit is equal to the supply voltage and the connection of the circuit connecting the first end of each load together at one point, connecting the second end of each load together at one point is called parallel connection. Each load in this circuit is specifically controlled. Electrical Circuit As shown in the image below (will be the image) ( সার্কিটের লোড বা রেজিস্ট্যান্সগুলি এমন ভাবে সংযোগ করতে হবে যেন প্রত্যেক সার্কিটের আড়া আড়ি ভোল্টেজ সাপ্লাই ভোল্টেজের সমান এবং সার্কিট সংযোগ প্রত্যেক লোডের প্রথম প্রান্ত একত্রে একটি বিন্দুতে সংযোগ , প্রত্যেক লোডের দ্বিতীয় প্রান্ত একত্রে একটি বিন্দুতে সংযোগ  করা কে প্যারালাল সংযোগ বলা হয় । এই সার্কিটের প্রত্যেক লোডকে নির্দিষ্ট করে নিয়ন্ত্রন করা হয়ে থাকে  । নিচে চিত্রে দেখানো হল ( চিত্র হবে )

Use of parallel circuits ( প্যারালাল সার্কিটের ব্যবহার )

1 This circuit is used in the home ( বাসা বাড়িতে এই সার্কিট ব্যবহার করা হয়, )

2 This circuit is used in the home ( রাস্তার লাইটে এই সার্কিট ব্যবহার করা হয়ে থাকে । )

3 This circuit is used in mills. ( কল কারখানায় এই সার্কিট ব্যবহার করা হয়ে থাকে । )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *