Rectification ( রেকটিফিকেশন )

Rectification:

The device that converts alternating current into direct current is called rectification. That is, alternating current is converted into pulsating direct current. This is called rectification. Generally two types of rectification are seen 1) Half wave rectification 2) Full wave rectification.

রেকটিফিকেশনঃ

যে ডিভাইসের মাধ্যমে অল্টারনেটিং কারেন্টকে ডাইরেক্ট কারেন্টে রুপান্তর করে তাকে রেকটিফিকেশন বলে । অর্থাৎ অল্টারনেটিং কারেন্টকে পালসেটিং ডাইরেক্ট কারেন্টে রুপান্তর করা হয় । একেই রেক্টিফিকেশন বলা হএ থাকে । সাধারণত দুই ধরনের রেকটিফিকেশন দেখা যায় ১) হাফ ওয়েভ রেকটিফিকেশন ২) ফুল ওয়েভ রেকটিফিকেশন ।

 Half wave rectification:

In this half wave rectification only one diode is used. By applying forward bias in the circuit, current flows easily in the PN diode. But no current flows in reverse bias. As a result half cycle current of AC voltage supply flows. For this half cycle, the anode of the diode becomes positive and the cathode becomes negative.

হাফ ওয়েভ রেকটিফিকেশনঃ

এই হাফ ওয়েভ রেকটিফিকেশনে একটি মাত্র ডায়োড ব্যবহার করা হয় । সার্কিটের মধ্যে ফরওয়ার্ড বায়াস দেওয়ায় সহজে পি এন ডায়োডের মধ্যে কারেন্ট প্রবাহিত হয় । কিন্তু রিভার্স বায়াসে কোন কারেন্ট প্রবাহিত হয় না । ফলে এসি ভোল্টেজ সাপ্লাইয়ের অর্ধ সাইকেল কারেন্ট প্রবাহিত হয় ।  এই অর্ধ সাইকেলের জন্য ডায়োডের  এনোড পজেটিভ এবং কেথোড নেগেটিভ হয়ে যায় ।

Half Wave Rectification

Full wave rectification:

Full wave rectification is done through two diodes or four diodes.

ফুল ওয়েভ রেকটিফিকেশনঃ

দুইটি ডায়োড বা চারটি ডায়োড মাধ্যমে ফুল ওয়েভ রেকটিফিকেশন করা হয় ।

Full wave rectification method through two diodes:

By center tapping the secondary side of the transformer, one end is once positive and the other end is negative. The anode ends of the two diodes are connected to the two ends of the secondary. A half positive cycle enters the AC supply through D1 and returns through the center tap through R1. And AC cannot enter through half negative cycle D2. Again the next AC half positive cycle entering through D2 returns through the center tap through R and cannot enter through half negative cycle D1. In this way full wave rectification is done through two diodes.

দুইটি ডায়োডের  মাধ্যমে ফুল ওয়েভ রেকটিফিকেশন পদ্ধতিঃ

ট্রান্সফরমারের সেকন্ডারী সাইডে সেন্টার ট্যাপ করার মাধ্যমে এক প্রান্ত একবার পজেটিভ এবং অন্য প্রান্ত নেগেটিভ হয় । সেকেন্ডারীর দুই প্রান্তে দুইটি ডায়োডের এনোড প্রান্ত সংযোগ করা হয় । এসি সাপ্লাইয়ে অর্ধ পজেটিভ সাইকেল D1 দিয়ে প্রবেশ করে R1 দিয়ে সেন্টার ট্যাপ দিয়ে ফিরে আসে । এবং এসি অর্ধ নেগেটিভ সাইকেল D2 দিয়ে প্রবেশ করতে পারে না । আবার পরের এসি অর্ধ পজেটিভ সাইকেল D2  দিয়ে প্রবেশ করার ফলে R দিয়ে সেন্টার ট্যাপ দিয়ে ফিরে আসে এবং অর্ধ নেগেটিভ সাইকেল D1 দিয়ে প্রবেশ করতে পারে না । এই ভাবে দুইটি ডায়োডের মাধ্যমে ফুল ওয়েভ রেকটিফিকেশন করা হয়ে থাকে ।

Two Diode Full Wave Rectification

Full wave rectification method through four diodes:

This method is again called breeze wave rectification. D1 D2 D3 D4 These four diodes are secondary site and full wave rectification is made with the help of a resistor. In the figure D1 D2 is connected in series and D3 D4 is connected in series. When one end of the transformer is positive, current D1 flows through D4. And if the other end is positive then current flows through D2 D3. As a result, the output voltage and current are doubled.

চারটি ডায়োড মাধ্যমে ফুল ওয়েভ রেকটিফিকেশন পদ্ধতিঃ

এই পদ্ধতিকে আবার ব্রীজ ওয়েভ রেকটিফিকেশন বলা হয়ে থাকে । D1 D2 D3 D4 এই চারটি ডায়োড সেকেন্ডারী সাইটের এবং একটি রেজিস্টারের সাহায্যে ফুল ওয়েভ রেকটিফিকেশন তৈরী করা হয় । চিত্রে D1 D2 সিরিজে এবং D3 D4 সিরিজ সংযোগ করা হয়ে থাকে । যখন ট্রান্সফরমারের এক প্রান্ত পজেটিভ হয় তখন কারেন্ট D1 D4 দিয়ে প্রবাহিত হয় । এবং অপর প্রান্ত পজেটিভ হলে তখন কারেন্ট D2 D3 দিয়ে প্রবাহিত হয় । এর ফলে অউটপুট ভোল্টেজ কারেন্ট দ্বিগুণ পাওয়া যায় ।

Four Diode Full Wave Rectification

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *