Security protection procedures (নিরাপত্তা সুরক্ষা পদ্ধতি)

Security protection procedures: Safe work is the safe way of doing electrical work by following the electrical law properly, that is, the way in which the electrical work can be solved properly by keeping oneself safe is called the safe work method. Security protection procedures (বৈদুতিক আইন যথার্থভাবে পালন করিয়া ইলেক্ট্রিক্যাল কাজ করাকে নিরাপদ কর্মপদ্ধতি বুঝায়,অর্থাৎ যে পদ্ধতিতে কাজ করে নিজেকে বিপদমুক্ত রেখে বৈদ্যুতিক কাজ সুষ্ঠ ভাবে সমাধান করা যায় তাকে নিরাপদ কর্মপদ্ধতি বলে। )

Causes of accidents ( দুরঘটনার কারণ সমূহ )

1 Machine: Accidents can happen if there is no push on the electrical machine if any part of the machine is not working properly if there is no maintenance if there is an overload in the machine, etc. ( বৈদ্যুতিক মেশিনে কোন ধাকনা না থাকিলে দুঈঘটনা ঘটিতে পারে সঠিক ভাবে মেশিনের কন অংশ কাজ না করিলে, রক্ষ্ণাবেক্ষ্ণ না করিলে, মেশিনে ওভার লোড থাকিলে ইত্যাদি )

2 Training: Accidents can happen if you do not have work skills and experience and do not operate the machine properly. ( প্রশিক্ষনঃ কাজের দক্ষতা ও অভিজ্ঞতা না থাকিলে এবং সঠিক ভাবে মেশিন অপারেটর না করিলে দুর্ঘটনা ঘটিতে পারে । )

3 Materials: Accidents can happen if you work with damaged Materials. (ক্ষতিগ্রস্থ সামগ্রী নিয়ে কাজ করলে দুর্ঘটনা ঘটতে পারে । )

4 Work environment: No light intensity, no ventilation, less space. ( কাজের পরিবেশ: আলোর তীব্রতা নেই, বায়ুচলাচল নেই, জায়গা কম। )

5 As you grow older, your eyesight decreases naturally, which can lead to complex workloads. ( আপনার বয়স বাড়ার সাথে সাথে আপনার দৃষ্টিশক্তি স্বাভাবিকভাবেই কমে যায়, যা জটিল কাজের চাপ সৃষ্টি করতে পারে । )

6 Clothing: Loose clothing and not wearing proper clothing can lead to accidents. ( পোশাক: ঢিলেঢালা পোশাক এবং সঠিক পোশাক না পরলে দুর্ঘটনা ঘটতে পারে। )

Safety Terms and Precautions ( নিরাপত্তার শর্তাবলি ও সতর্কতা )

• When a person works in a line or in a tower, he must work with safety tools and safety belts. ( • যখন একজন ব্যক্তি লাইনে বা টাওয়ারে কাজ করেন, তখন তাকে অবশ্যই নিরাপত্তা সরঞ্জাম এবং নিরাপত্তা বেল্ট দিয়ে কাজ করতে হবে। )

•Always wear rubber gloves, safety helmets, and safety goggles when doing electrical work. ( বৈদ্যুতিক কাজ করার সময় সর্বদা রাবারের গ্লাভস, নিরাপত্তা হেলমেট এবং নিরাপত্তা গগলস পরুন। ) /

•When working with a ladder, the ladder must be placed correctly and one must hold the ladder for safety if necessary. ( একটি মই দিয়ে কাজ করার সময়, মইটি অবশ্যই সঠিকভাবে স্থাপন করতে হবে এবং প্রয়োজনে নিরাপত্তার জন্য একজনকে অবশ্যই মইটি ধরে রাখতে হবে। )

•Do not turn on the power line until you are sure that the electrical machine or person is doing the repair work on the line. ( যতক্ষণ না আপনি নিশ্চিত না হন যে বৈদ্যুতিক মেশিন বা ব্যক্তি লাইনে মেরামতের কাজ করছেন ততক্ষণ পর্যন্ত পাওয়ার লাইন চালু করবেন না। )

•It is a bad habit to hold the plug on the wire and open it. This must be avoided. ( তারে প্লাগ চেপে ধরে খোলা একটি বদ অভ্যাস। এই পরিহার করা আবশ্যক। )

• The main switch must be turned off when replacing the fuse. ( ফিউজ প্রতিস্থাপন করার সময় প্রধান সুইচটি বন্ধ করতে হবে। )

• Always connect the phase wire switch. ( সর্বদা ফেজ তারের সুইচ সংযুক্ত করুন। )

• If at any time the electric wire catches fire, do not water it, it will be dangerous for you. ( যে কোনো সময় বৈদ্যুতিক তারে আগুন ধরলে, তাতে জল দেবেন না, এটা আপনার জন্য বিপজ্জনক হবে। )

•Before using electrical wires, make sure the wires have insulation. ( বৈদ্যুতিক তারগুলি ব্যবহার করার আগে, নিশ্চিত করুন যে তারগুলিতে নিরোধক আছে। )

2 Equipment to avoid accidents in electrical work. ( বৈদ্যুতিক কাজে দুর্ঘটনা এড়ানোর সরঞ্জামাদি )

  1. Fire Extinguisher ( ফায়ার এক্সটিংগুয়িশার )
  2. Carbon tetrachloride extinguisher ( কার্বন টেঢ্রাক্লোরাইড এক্সট্রিংগুয়িশার )
  3. One bucket of water, one bucket of sand ( এক বালতি পানি এক বালতি বালি )
  4. Carbon oxide extinguisher ( কার্বন অক্সাইড এক্সট্রিংগুয়িশার )
  5. Dry wood or thick paper ( শুকনো কাঠ অথাবা মোটা কাগজ )
  6. Insulation National Hand Gloves ( ইন্সুলেশন জাতীয় হ্যান্ড গ্লাবস )

First aid and necessities ( প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয়তা )

Security protection procedures – Accidents can happen inside the factory or outside the factory.
In the absence of a little treatment, the patient’s condition may become critical or even death, which is why first aid is absolutely necessary, so in no case should it be neglected at all. (

কলকারখানার ভিতরে অথবা কলকারখানার বাহিরে দুর্ঘটনা ঘটিতে পারে, এইরুপ দুর্ঘটনাযুক্ত ব্যক্তিকে প্রাথমিকভাবে  চিকিৎসা করাকেই প্রাথমিক চিকিৎসা বলে ।

সামান্য চিকিৎসার অভাবে হয়ত রোগীর অবস্থা আশংকাজনক অথবা মৃত্যুও হইতে পারে, এই জন্যই প্রাথমিক চিকিৎসা একান্ত প্রয়োজন আছে তাই কোন মতেই সামান্য বলিয়া অবহেলা পূর্বক চিকিৎসা হইতে বিরত রাখা মোটেই উচিত নয় । )

Ways of first aid ( প্রাথমিক চিকিৎসার উপায় )

  1. The injured person can never be intimidated. ( আহত ব্যক্তিকে কখন ভয়ভীতি প্রদর্শন করা যাবে না । )
  2. It is important to note that the person involved in the accident is breathing properly and seeing if there is any injury to the speech. ( দুর্ঘটনাযুক্ত ব্যক্তির শ্বাস-প্রশ্বাস ঠিক মত চলাচল করিতেছে কি না ৎ লক্ষ্য করিবে এবং কথায় আঘাত পাইছে তা দেখে দ্রত চিকিৎসার ব্যবস্থা নিতে হবে । )
  3. Carry the injured person to a convenient place. ( দুর্ঘটনাযক্ত ব্যক্তিকে বহন করিয়া সুবিধাজনক জায়গায় শোয়াইতে হবে । )
  4. If the injured person stops breathing, then artificial respiration should be arranged immediately. ( যদি আহত বুক্তি শ্বাসপ্রশ্বাস বন্ধ হইয়া যায় তাহা হইলে তাৎক্ষনিক ভাবে কৃ্ত্রিম উপায়ে শ্বাস প্রশ্বাস চালাইবার ব্যবস্থা করিতে হইবে । )
  5. When an unconscious person should not be given water or liquids, but if conscious he should be given water or milk. ( কখন অচেতন ব্যক্তিকে পানি বা তরল পদার্থ পান করানো যাবে না , কিন্তু যদি সচেতন থাকে পানি বা দুধ পান করানো যাবে । )

Electric shock treatment ( ইলেকট্রিক শক ট্রিট্মেন্ট )

The following methods are used to artificially rescue a dying person whose heart is weakened and his breathing stops due to an electric shock. ( যে ব্যক্তির ইলেচট্রিক শক দ্বারা  হূতপিন্ড দুর্বল এবং শ্বাস প্রশ্বাস বন্ধ হইয়া যায় এইরুপ মৃতপ্রায় ব্যক্তিকে কৃ্ত্রিম ভাবে বাঁচাইয়া তোলার ব্যবস্থা নিম্নরুপ পদ্ধতি সমুহ )

  • Method of treatment with upur ( উপুর করিয়া চিকিৎসা করিবার পদ্ধতি )
  • The method of treating the spine ( চিৎ করিয়া  চিকিৎসা করিবার পদ্ধতি )
  • Bar method of treatment on the head of the pillar ( খুটির মাথায় চিকিৎসা করি বার পদ্ধতি )

Method of treatment with upur ( উপুর করিয়া চিকিৎসা করিবার পদ্ধতি )

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *