Voltmeter ( ভোল্টমিটার )

Voltmeter

The device or measuring instrument which measures the difference in pressure between two ends of a conductor is called a voltmeter. It is denoted by V and its unit volt V. This volt meter consists of many digits patched with thin wire which is high resistance complete. A volt meter does not change the original current. This meter is connected in parallel with the load. There are two types of volt meters. 1) AC volt meter 2) DC volt meter

ভোল্টমিটার

যে ডিভাইস বা পরিমাপক যন্ত্রে সাহায্যে পরিবাহীর দুই প্রান্তের চাপের পার্থক্য নির্ণয় করা হয় তাকে ভোল্টমিটার বলে একে V দ্বারা প্রকাশ করা হয় এবং এর একক ভোল্ট V এই ভোল্ট মিটার চিকন তার দিয়ে অনেক সংখ্যাক প্যাচানো থাকে যা উচ্চ রেজিস্ট্যান্স সম্পূর্ণ হয় ভোল্ট মিটারের মূল কারেন্ট কোন রকম পরিবর্তন করে না এই মিটার লোডের সাথে প্যারালাল কানেকশন করা হয়

ভোল্ট মিটার দুই ধরনের হয়ে থাকে

) এসি ভোল্ট মিটার ) ডিসি ভোল্ট মিটার

voltmeter
voltmeter

Requirement of volt meter:

In power generation plant or sub station, volt meter is essential to accurately determine the incoming voltage and outgoing voltage or the load voltage of various circuits.

ভোল্ট মিটারের প্রয়োজনীয়তাঃ

বিদ্যুৎ  উৎপাদন কেন্দ্রে বা সাব স্টেশনের ইনকামিং ভোল্টেজ এবং আউট গোয়িং ভোল্টেজ বা বিভিন্ন সার্কিটের লোডের ভোল্টেজ সঠিক ভাবে নির্ণয় করার করার জন্য ভোল্ট মিটারের একান্ত প্রয়োজন

Method of connecting the voltmeter:

Before connecting the voltmeter, check whether the voltmeter is AC or DC voltmeter and also check the supply line. If the supply line is AC voltage, then parallel or parallel connection should be made with the AC voltmeter line. As shown in the figure below.

ভোল্টমিটার সংযোগ করার পদ্ধতিঃ

ভোল্টমিটার সংযোগ করার আগেই দেখতে হবে ভোল্টমিটারটি এসি না ডিসি ভোল্টমিটার এবং সেই সাথে সাপ্লাই লাইন চেক করে দেখতে হবে যদি সাপ্লাই লাইন এসি ভোল্টেজ হয় তাহলে এসি ভোল্টমিটার লাইনের সাথে সমান্তলাল বা প্যারালাল কানেকশন করে নিতে হবে নিচে চিত্রে মাধ্যমে দেখানো হয়েছে

 

volt meter
Volt meter connection

*** প্রশ্ন সমূহ

  1.  ভোল্ট মিটার কি ।

  2. ভোল্ট মিটার কাকে বলে ।

  3. ভোল্ট মিটারের প্রকার ভেত ।

  4. ভোল্ট মিটারের কানেকশন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *